গোবর হাসে
অরুণ কারফা
এমনিতে যা পড়ে না চোখে, বা দেখেও নিজেকে সুরক্ষিত ভেবে লোকে
উপেক্ষা করে থাকে বসে,
ঘুটে পুড়লে গোবর হাসে...
যতক্ষণ না দূর থেকে নূপুরের মত ধ্বনি তোলা ঢেউ প্রচণ্ড বেগে এসে , অসৎ উদ্দেশ্যে
হঠাৎ তুমুল জোরে আছড়ে পড়ে, ছারখার করে দেয় তাকে।
অথচ, ঢেউয়ের জন্মক্ষণে কিছু বিজ্ঞজনে দিলেও সাবধানী বাণী তাকে মনে হয় ফিসফিসানী
যা পড়ে যায় ঢাকা
দৈত্যাকার ঢেউয়ের তর্জনে গর্জনে সুন্দর করে আঁকা বিজ্ঞাপনে
এবং রাষ্ট্রের সন্ত্রাসে।
বড়ই দুঃখের ব্যাপার
তবুও এখনও, ঘুটে পুড়লে গোবর হাসে ।