ইস্তফা
অরুণ কারফা

গোলাপ পেতে চায় অগুন্তি সংখ্যায়,  
                              অথচ সুগন্ধ চায় না তার,
এমন মানুষ থেকে থেকে
যাচ্ছে বেড়ে চতুর্দিকে
                               দূরন্ত গতিতে অনিবার।

পলাশ পাচ্ছে বিপুল কদর
অন্য ফুলের নেইকো আদর
                         সুবাস নির্বাসনে যেতে চায় ,
তাই, শতদল সভা ডেকে
      বলল ভেবে দেখতে তাকে
            এখন কেউ ইস্তফা দিয়ে
                   কাঁধে তুলে নেয় না ভুলের দায়।