রেশ
অরুণ কারফা

                 ফুল ফুটতে দেখিনি
সমক্ষে কখনো
         ঝরতে দেখেছি অহরহ
তাই বুঝিনা গাছের বেদনা
    ফুলের প্রতি শুধু হয় মোহ।

আফসোস করি ঝরে গেলে তা
মনে হয় কত অলিখিত কবিতা
           যা লিখতে গিয়েও হয়নি শেষ
     কারণ, যাকে নিয়ে হচ্ছিল লেখা
যে ছিল তার মধ্যমণি
বসন্তের রাতে সে একদিনই
                বিদায় নিল,
রেখে গিয়ে রেশ।