ক্ষমতার হস্তান্তকরণ
অরুণ কারফা
সস্নেহে, পারলে ডাকতে মাঝ রাত্তিরেও পাখির মত
নিঃসন্দেহে, মহেঞ্জদরো জেগে উঠে সাড়া দিত
ভোমরার মত অবিরত পারলে গাইতে গুনগুন গান
ঝরে পড়া অকালে মরা কলিও ছড়াত ঘ্রাণ
আর তাছাড়া, হতে পারলে সূর্যের মত আকাশ ছোঁয়া
জন্ম সূত্রে অকস্মাৎ পাওয়া
অপরিসীম প্রতিভাধর,
দিনের শেষে নিয়ে অবসর
পরিত্যাগ করলেও সিংহাসন,
চাঁদের মত উত্তরসূরী রাতের শেষে ফিরে বাড়ি
শক্তির করত হস্তান্তকরণ।