ভাব আর আড়ি
অরুণ কারফা

ঠিক কী আড়াল করতে কালো মেঘ আসে সুনীল স্বচ্ছ খোলা আকাশে
                        পারিনি যেমন এখনও জানতে
তেমনই প্রিয়ার ভাবনা নিয়ে গবেষণায় এগিয়ে গিয়ে
বুঝেতে পারিনি আজকেও ঠিক
                         কী আছে দীঘল চোখের ওপ্রান্তে।

দীর্ঘ অপেক্ষার পর
বৃষ্টি হয়ে ঝির ঝির করে মেঘ যতক্ষণে শেষ হয় পড়ে
                          বুঝতে পারি হয়ে গেছে দেরি
যা ছিল সেখানে লুকানো পিছনে
                           কোথা ততক্ষণে, দিয়েছে পাড়ি।

এই ভাবেই চলে ভাব আর আড়ি, সবার অজান্তে ।