সহজ সমাধান
অরুণ কারফা
ঝরা পাতায় ভরে গেলে শুকনো বাগানও হয় মরুদ্যান,
ফুলের গোছের থোকাও সের'ম
দেখতে যতই হোক মনোরম
ভরিয়ে দিলে ডালে ডালে
একটাও না পাতা থাকলে,
ভাটার টানে মাধুরী হয় ম্লান।
তাই, মনে মনে ভাবি যেন সম্পর্ক গুলোর এমনই হয় টান,
টক ঝাল মিষ্টি দিয়ে
সৃষ্টি করলেও ব্যাঘাত ঘটিয়ে
অল্প ব্যবধান,
স্মৃতির সুখদৃষ্টি যেন উজ্জীবিত করে আবার প্রাণ।