ঋতু পরিবর্তন
অরুণ কারফা

মেয়েটা ছিল মেঘের মত:
সব টুকু রস নিংড়ে নিতেই ঝরঝর করে অঝোর ধারে খাল বিল নদী নালা পার হয়ে ভয়াল বন্যার কলেবর ধরে
ঝাঁপিয়ে পড়ল সাগরের বুকে,
                             যেন এৎদিন ছিল বহু কষ্টে
বন্দী দশায় হৃদয় তলায় ডিমের মত খোলোসে ভরে পরম ব্রত পালন করে সব বাসনা লুকিয়ে রেখে হাসি মুখে হাল ধরে তরতর করে টেনে নিয়ে সুখে দুঃখে সমানে সংসার।

   মনে পড়ে গেল,
কী সুন্দর ছিল মনের আকাশ যৎদিন ছিল সেখানে আবাস
মধ্যিখানে ঘন কুচকুচে কৃষ্ণ কালো
চতুর্দিকে ছুটছে যেন কখনো গাঢ় কখনো ফিকে রুপোলী আভায় ছ্বটার আলো
আর শেষ হয়ে যেতেই সব অভিসার হয়ে গেল যেন সব ছারখার
আর একথাও ঠিক কোনোদিনই আর
আস্তানা গেড়ে বসবেনা কেউ ভুল করেও সেখানে তার;
তাই, ফিরবেওনা সেই স্মৃতির বাহার
কারণ, বছর পেরোলেও একই ঋতু ফিরে এলেও বারংবার
ফিরে আসেনা সে রূপ তার। ।