শরণার্থী
অরুণ কারফা

তারা হয়ে রাতের আকাশে খসে যাওয়ার আগে
কষ্ট করে সময়ের বিপরীতে গিয়ে....
   বুঝতে পারলাম দুদণ্ড জিরিয়ে নিয়ে :
আমার  উপস্থিতি অন্ধকারে কখনোই দেয়নি সমাজে দ্যুতি, ফেরায়নি হারিয়ে যাওয়া কোনো অন্ধের চোখের জ্যোতি, করেওনি তেমন ভাবে দুঃস্থ জনের যৎসামান্য উন্নতি ;
আর যেহেতু, ত্যাগের মাহাত্ম্য ছিল না ব্রত তাই,
চলার পথে ভুলেও কখনো হয়নি মনে জনসমক্ষে বা অতি নির্জনে
বলার মত নিদেনপক্ষে একটা অন্তত দৃষ্টান্ত রেখে যাই।

তাই, ফিরে এসে বর্তমানে
        বুঝলাম কী হবে এর মানে
অনুপস্থিতিতে কোনোদিন আমার,
       শোনা যাবেনা খসখস শব্দ   অলক্ষ্যেও একটা পাতা ঝরার,
      দেখা যাবেনা টসটস করে     শোকাহত শিশির পড়ার
      হবেও না কোনো ক্ষতি কারুর কারণ, পায়নি পাশে বিপদে যখন চেয়েছে তারা শরণ।