ভুল শুধরানো
অরুণ কারফা

ভুলেও ভুলতে পারবনা তা, যে ভুল করেছিলাম ভুলে
শত জনে তা গেলেও ভুলে,
ব্যস্ততায় মনের ভুলে।
কারণ, মনের ভিতর রাখতে হয় তা, রাখতে না পারলেই যা,
সজাগ মনে
পুনরাবৃত্তি ঘটেই চলে, মনঃকষ্ট হয়
বিজনে ।

কিন্তু, যদি ভুল একটি না হয়ে, হয় কয়েকটি ভুলের সমষ্টি
তখন একটিকেও না করলে সঠিক, ঘড়ির কাঁটা করলে টিক টিক
নতুন ভুলের হয় সৃষ্টি।
এইজন্যই চাই উদার মন আর প্রখর সতর্ক দূরদৃষ্টি।

হ্যাঁ কিন্তু, বেশ মনে আছে একটা ভুল
যা করে ছিলাম কোনো বসন্তে
শুধরানো তো দূরের কথা পুনরাবৃত্তিও যাবেনা করা
এত সুখ তা দিয়েছে অন্তে।