শহীদের হৃত সম্মান
অরুণ কারফা

কী হত যদি অনিচ্ছাকৃত ভাবে ঝরে পড়ে যাওয়া
শুকনো পাতা গুলো
তুলে এনে পারতাম লাগাতে স্বস্থানে শুকনো তরুতে
ঝেড়েঝুড়ে পায়ের ধুলো;
তাতে কি তারা হৃত সম্মান আবার পেত ফিরে,
যেমনটি পায় কোনো মৃত সন্তান যে আছে শায়িত হয়ে উপেক্ষিত
অনাদরে ঢাকা সুপ্ত কবরে।

হয়ত নিরুপায় হয়ে সে যায়
বিতারিত বিস্মৃতির কোণঠাসা ভীড়ে বৈতরনীর অপর তীরে
নয়ত দেশের জন্যে সব ত্যাগ করে পুনর্জন্ম নেয় বহু দূরে
যেখানে সে পায় কঠোর তপস্যায় সিদ্ধি লাভের পর কাঙ্খিত বর অচিনপুরে।