স্বাধীনতার পুনরুদ্ধার
অরুণ কারফা

অনিচ্ছা সত্ত্বেও তেমন কাজ করতে হয় যখন
  মনে পড়ে যায় ,
নদীর নিঃশব্দে বয়ে চলা
তবু
প্রতিবাদের ঢেউ তোলা
... আর, উত্তাল লহরের ঘায়ে মসৃণ পাথরের গায়ে
খাঁজ কেটে স্রোতের, সংগ্রামের কথা বলা।

যখন না চাইলেও মন, বসন পড়তে হয় তেমন,
  মনে পড়ে যায় তখন
  কালো হয়েও ভারে
আপন বুকের 'পরে কী ভাবে যে তারে
আকাশ ধারণ করে, ভর দুপুরেও ঝুঁকে গিয়ে আষাঢ়ে ।  

যখন পান করতে হয় পানীয় তেমন না চাইলেও কুঞ্চিত মন
তখনই মনে পড়ে
সাগর মন্থন পরে
কীভাবে নটরাজন, নির্দ্বিধায় করেছিল সেই গরল বরণ।

আর, যখন গিলতে হয় কোনো গ্রাস
নতুবা বিলীন বাঁচার আশ্বাস
মনে পড়ে যায় তখন
কীভাবে সেই আগের মতন
চাঁদ বলো কিংবা তপন,
পুনরুদ্ধার করে জীবন, কাটিয়ে ওঠে পূর্ণ গ্রহন।