শুকনো বাহার
অরুণ কারফা


দেখা হয়েছিল বহু বছর আগে
ভাবতে তবুও আজ ভালো লাগে
ছবিও রয়েছে বেশ ক'টা তার,
প্রথমটাই যদিও উল্লেখ্য যার,,
                                               তবুও খুঁজে পাই না আর।

অনেকটাই যের'ম....
কোনোদিন খুঁজে পাইনা সে মেঘ
জল দেবে বলে জাগিয়ে আবেগ
                              নামিয়েছিল চাষীর জীবনে হাহাকার,
তবুও মন জাগে যতক্ষণ
থাকলেও আকাশে কৃষ্ণ বরণ
ঠকে গিয়েও দেখতে চায়
শীর্ণকায়
                                            শুভ্র মেঘের শুকনো বাহার।