আসল ধন
অরুণ কারফা
কড়ি দিয়ে কিনতে চেয়েছিলাম ভরির দরে কেনার মন
যার পরিনামে এই ধরাধামে
এলো না তা আর নাগালে,
সব পরিশ্রম বৃথা গিয়ে জলে অধরাই রয়ে যাওয়ার ফলে
পরের কণ্ঠে বাড়ালো শোভন....
সোনার যোগ্য সেই রতন।
তবু নিরবধি ছলকাতে দ্যুতি হিংসে করলেও অন্য জন
যে পায়নি তাকে গলে, মন দেওয়া নেওয়ার ফলে
আড়াল করে কষ্ট থেকে, শেষে সে তাকে রাখল সুখে
অর্থবলই যে আসল ধন।