ডুমুরের ফুল
অরুণ কারফা

ক্রমাগত একাধারে
উচ্চাকাঙ্ক্ষা
                   বৃন্ত
                          ছেড়ে
মাটির উপর পড়তে দেখলে,,,,
মনে হয় তখন
                      হয়ত ভীষণ
হচ্ছে কোথাও ভুল,
                      ও গুলো হয়ত
নিজেরই কৃত কর্মকান্ডের মাশুল,
                      নতুবা
লোভ লালসায় চরম হতাশায়
            জন্ম নেওয়া ডুমুরের ফুল।