জীবনের রঙ রামধনু
অরুণ কারফা

আমি ওকে চিনতাম......
ডান হাতের তালুর মত,
তাই, পই পই করে বারে বারে    
বুঝিয়েছিলাম এক নাগাড়ে
ঝড়ের
          মাঝে
                   পরের
                               কাজে
~সর্বস্ব দিয়ে নিঃস্ব হয়োনা
এলেই কেউ তোমার দ্বারে~;

কারণ যখন, পরিত্রাতার মতন
রামধনু এসে ঝড়ের শেষে, দিগন্ত ভরায় হেসে হেসে
তখন
          প্রতিবেশীর দল
~প্রতিদানে দিলেও আম কুড়িয়ে,
রঙ চাইলেই নেয় মুখ ঘুরিয়ে~
উপহাসে।