দুঃখের চোরা বালি
অরুণ কারফা
দুঃখের নদী শুকিয়ে গিয়ে যা বলে গেল কানে কানে
উপচে পড়লেও কানায় কানায় একই দাঁড়ায় তার মানে।
তার নাকি,
দুঃখ হয় তাদের জন্যে
দুঃখ আসেনি যাদের জীবনে
দুঃখে যে কী কষ্ট থাকে
পদে পদে প্রতি চরণে
সম্ভবত তার পরিমাণ
টের পায়না সুখী জনে।
আনন্দে থেকে যে জীবনে
ভাগ করে না সুখের দিনে
তার জন্যে ভয় হয় , সেদিন কী হয়
যেদিন এসে ক্লেশ অদৃশ্যে
আবির্ভূত হবে শিয়রে,
প্রতিরোধ না গড়ে, দু হাত তুলে আত্মসমর্পণ করে
সে কি ডুববে বালির ভিতরে।