অনুসন্ধান
অরুণ কারফা
এমন একজনকে খুঁজছিলাম যার
তীক্ষ্ণ দৃষ্টির শানিত ধার,
কিছু বুঝে ওঠার আগেই
মূহুর্তে করবে ছিন্ন আমার...
অগণিত অপ্সরার দৃষ্টিতে অবহেলিত হয়েও যা আছে অকম্পিত,
এমন মনের অবিচলিত দ্বার।
বর্ষায় যা তেমনই রবে
অঝোর ধারে ঝরে নীরবে
যেমন ছিল বসন্তে উদার,,,,
অথবা দারুণ গ্রীষ্মেও যা
নেবে না শুষ্ক কুঞ্চিত আকার,
........ এমনই বিনম্র চাউনি তার।
কিন্তু খটকা লাগেও মনে আবার,,
সে কি হবে আমারই মনের প্রতিলিপি অবিকল
নাকি প্রতিবিম্ব যা উল্টো দেখি কাঁচের আয়নায়
যদি কোনোদিন দেখা পাই তার ।।