খাঁটি সোনা
অরুণ কারফা
04.05.23

ভেবেছিলাম,
           কেবল মাত্র    
           অচেনাকেই রাখব মিত্র
আর তাই,
আমার কাছে
          বলার মত বন্ধু নাই।

জুটলেও সখা নতুন প্রচুর
যেই হয়ে যায় পরিচিত,
নিয়ম মেনে জনে জনে
পত্র পাঠ করি বিতাড়িত।

          তারপর একদিন গণৎকারের গেলাম চাইতে সাহায্য,
                       বন্ধু বিনা জগতখানা
হয়ে যাচ্ছিল অসহ্য ।

তা, সে কী বললে জানো?
মানুষ চেনা কী  সহজ কম্ম,
হয়ত তুমি জেনেছ তাদের    
                     নাম-ধাম,  জাত, ধম্ম;
কিন্তু, যদি মনে করো  
হয়ে গিয়েছে সব জানা,
পেতল দিয়ে তৈরি মোহর
             ভাববে নির্ঘাত খাঁটি সোনা।