সুখের স্পন্দন
অরুণ কারফা
সুখের স্পন্দন আসবে ফিরে হলেও বা তা একটু ধীরে
.. .. আমাদের মাঝেই অনেকে আছে ....
বাঁচার এই আশা নিয়ে বুকভরা ভালবাসা দিয়ে
পারে না তবু প্রিয়তমকে ভুলিয়ে রাখতে
ছোট্ট তার ভাঙা কুটিরে
ফলতঃ সে নিরুদ্দেশে অতি অনায়াসে যায় অচিরে।
কিন্তু, কেন এমন হয় কেউ কি জানে, কেউ কি ভাবে?
নাকি, জানলেও সৎ সাহসের অভাবে
অস্বীকার করে, যা হয় বাস্তবে।
বাস্তব বড্ড কঠিন কিনা
অতি সহজে যায় না মানা
আবার মেনে নিলেও কী করা উচিত বুঝেও অনেকে বুঝতে চায় না।
তাই, গা ভাসিয়ে স্রোতের সাথে হাত মিলিয়ে ভিন্ন মতে
মাঝ দরিয়ায় গিয়ে যখন দে'খে নয় সে মনের মতন
ততক্ষণে সে যায় তলিয়ে
ভাসতে থাকে শুধু ভাঙ্গা মন।