লক্ষ্মী পেঁচার শিকার
অরুণ কারফা
গভীর রাত মুগ্ধ করে.... চেষ্টা করেও তাকে ধরে...
চোখের মাঝে যতন করে....
রাখতে পারিনা কারণ,
দুর্বলের পক্ষে দাঁড়িয়ে
প্রবলকে হবে সরাতে
ভোরের শেষে দেবদূত বেশে সূর্যের হলে আগমন।
অথচ নিশি গভীর হলে
বাজ পাখিও নিদ্রায় গেলে
ভীত সন্ত্রস্ত পেঁচার মনেও ডাকে সাহসের বান,
এক পলকে বাজের থেকে ছোঁ মেরে সেও কেড়ে নেয় অচিরে
তার আশ্রিত , সন্তান।