স্মৃতির কারাগারে
অরুণ কারফা
কিছু জ্বলন্ত মুহূর্ত যত্ন করে
রেখে দিয়েছিলাম বসন্ত শেষে কারাগারে পুরে,
যাতে নিভে গেলেও তা ধূপের মত , গন্ধ না পারে যেতে উড়ে।
এইভাবে কেটে যেতে ক'দিন, মুছে যেতে সব স্বপ্ন রঙীন
গারদ খুলে দেখি একদিন...
জ্বললেও আগুন সের'ম সমান, ঔজ্জ্বল্য হয়ে গেছে ম্লান;
আর, গন্ধ থাকলেও বন্ধ ঘরের ছড়িয়ে ছিটিয়ে চারিধারে
স্মৃতির সঙ্গে যোগসূত্র তার
বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকার গিলে খেয়ে তাকে দিয়েছে করে
মাধূর্যহীন কঙ্কাল সার ।