স্মৃতির জালে বন্দি
অরুণ কারফা

ইচ্ছে হলেই প্রিয়,
আমায় ডাক দিও
           যত ইচ্ছে যেখানে খুশি
         দেখতে চেয়ে ভিন্ন রূপে দেখে নিও।

যদিও তা বলে, কখনও ভুলে    
         বোলোনা আমায়
                       জ্যোৎস্না হতে ;
       যে কিনা, তার দরকারে প্রবেশ করে শোবার ঘরে
স্বপ্নে বানিয়ে রাজকন্যা                
পালিয়ে যায় হঠাৎ করে
        আলো দেখলে অন্ধকারে।

আর যদি থাকে
তার প্রতি এতই টান
জ্যোৎস্নায় না দেখলে আমায়
মনে মনে হয় অভিমান,
         তবে চলে এসো আম বাগানে ,
                 পাতার ফাঁকে ফাঁকে যেখানে
কোনো রকমে ঢুকেও জ্যোছন
         অনেকটা অভিমন্যুর মতন
মিষ্টি গন্ধে স্নিগ্ধ ছন্দে
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে  
স্মৃতির জাল ছিন্ন করে
          ফিরতে পারে না আর ঘরে।