প্রাথমিকতা
অরুণ কারফা
যদিও জানতাম এই দুনিয়ায়, কেউ কারো নয়
বুঝতে হয়ত লেগেছে সময়,
তবু, একদিন সামর্থ্য ফুরালে, বুজলে বাতি বাতিল হলে,
নিজের কাছে রইবনা আর নিজেও অপরিহার্য;
এমন দিনও ভাবিনি কখনো এসে বোঝাবে আমায় জেনো,
এটাই হচ্ছে জাগতিক নিয়ম এর বাইরে নেই কোনো ভ্রম,
এরপর হয়ত আসবে যম,,,,
তখন সময় বিদায় নেওয়ার, আর তার জন্য প্রস্তুত হওয়ার
সেটাই হবে প্রাথমিক কার্য।
আকাশ প্রদীপ জ্বালিয়ে রেখে অনেকেই তাই চেয়ে থাকে
যৎসামান্য আলোয় তার দরিদ্রতা ঘুচলে কার
আর, ভবিষ্যৎ হলে চমৎকার
মিটবে কিছুটা কর্জ।