অমূল্য প্রেম
অরুণ কারফা
যে ফুল থাকে তলায় পড়ে মানুষ জাগার আগে ভোরে
ভাগ্যবান ভুমি চুমি,
রাত পোহালে সবার আড়ালে কুড়িয়ে তারে আনতে পারলে
মালা গাঁথবে তুমি;
এমনই শর্তে বেঁধে দিয়ে
সবার থেকে দূরে সরিয়ে
করলে আমায় একমুখী রাত্রি জাগা সুখীপ্রেমী।
হয়ত এমনটা না হলে বুঝতামই না প্রেম কাকে বলে...
শর্ত বিহীন প্রেমের আশায় কাটত জীবন প্রেমহীন দশায়
নিঃশর্তে মর্ত্যে যা পাওয়া যায়
কোনো কিছুই নয় দামী।