খাদ্য খাদক
অরুণ কারফা
ব্যাধের কাছে চেয়ে নীর পেয়েছিলাম তীক্ষ্ণ তির,
তবুও তার কষ্ট আমার বাড়িয়ে দিয়ে চিন্তার ভার
বলাই বাহুল্য, পাথর তুল্য মনকে করল
অস্থির, অধীর অথচ অসার।
যদিও ছিল না পূর্বালাপ,
তবু কী ভাল আর কী খারাপ এই নিয়ে ভাবতে গিয়ে
মনে হল যেন চে'য়ে আছে দুটো চোখ সমানে
উদগ্রীব হয়ে তার সামনে সুদূর কোনো পথ পানে...
কখন সেখানে কেউ কে জানে
এসে ঠোঁটের ঠিক মাঝখানে
তুলে দেয় তার অমৃত তুল্য কষ্টার্জিত অমূল্য খাবার।
তবে, একটা ব্যাপার চেষ্টা করেও বোঝা গেল না আবার,
কে বলে দেবে অবয়ব তার....
যে দুটো নয়ন করে অন্বেষণ
না বুঝে কঠোর কতটা ভূবন
জঠর জ্বালায় স্নেহ মাখানো খাদ্যের,
সে কী কোনো যত্নে লুকানো পাখির ছানা নীড়ের মধ্যের
নাকি উত্তরসূরী নিঠুর ব্যাধের,
উত্তর পাই শুধু একটাই প্রশ্নটার।