মূল্যবৃদ্ধির কোপ
অরুণ কারফা
তোমার চোখে কান্না এঁকে আড়াল থেকে দাঁড়িয়ে দেখে বাস্তবতাকে বুঝতে চাই......।
কারণ, দেখি সবাই মুখে
মেকি হাসি আছেই মেখে
যদিও খেটে এদিকে পেটে যথেষ্ট পরিমাণ খাদ্য নাই
তাই, মনের কোণে পরের জন্যে সামান্য হলেও ভ্রুক্ষেপ নাই।
এও হচ্ছে এক বিড়ম্বনা...
অপরকে দুঃখ জানাবো না,
জানালে যদি নির্দ্বিধায় সুযোগ বুঝে থাবা বসায়,
ঠিক তখন, যখন লোক জন দুর্বল ভীষণ হারিয়ে তার সঞ্চিত ধন
আর, মূল্যবৃদ্ধির কোপ সামলাতে
নুন আনতে পান্তা ফুরায়।