অমূল্য রতন
অরুণ কারফা
যার যা চিন্তা!
পাতা ঝরা দেখে আনন্দে বুকে বয়ে যায় যখন উষ্ণ শিহরণ
আর, চোখের পাতার ছলছল জল টলটল করে ঝরে সারাক্ষণ,
ছোট্ট পাখিটা গভীর চিন্তায় রয় তখন ধ্যানে মগন ;
ক্ষান্ত দিয়ে সবুজের ভীর, বে-আব্রু হলে শান্তির নীড়,
ভালবাসার ফল কি থাকবে গোপন!
আবার অন্য দিকে তখন,
যৌবনের গোড়ায় প্রণয়ের খেলায় দর কষাকষিতে এগিয়ে হেলায়
ভাবছে আরেকটা পরিণত পাখি ;
কিস্তিমাত এবার হয়ে যাবে কী,
কারণ, বুনতে শিখে গেছে সে বাসা এতদিনে
মায়ের দেখা দেখি,
আর , নিখরচায় সময় মত বাসা তৈরির পাতা সতত পেয়ে গিয়েছে বেশ তাড়াতাড়ি ,
যা তার কাছে অমূল্য রতন ।