মরণোত্তর প্রেম
অরুণ কারফা
আশায় আশায় বাঁচি ভরসায়
নিশ্চই একদিন জীবদ্দশায়
কোনো রাত হবে এত গভীর যে;
সব তারা গেলেও ডুবে তিমিরে
কয়েক কোটি আলোকবর্ষ দূরে কৃষ্ণ কালো অন্ধকারে
যখন সব তারা গ্রাস করেছে আঁধার
উজ্জ্বলতা পেয়ে রাধার মতন কোনো তারা, দেবেই ধরা
অধমের চোখে অতি সহজে ।
হয়ত তাতে দূর হবে খরা
ভেদ করে হেমন্তের ঘণ কুয়াশা রহস্যময়ী জুগিয়ে আশা
অতি ক্ষীণ হলেও পাঠাবে ইশারা ;
তবে আমি বেশ অবগত যে :
তাতেও আমার জটিল সমস্যার নাও হতে পারে সমাধান বার
কারণ, কে জানে সেই নক্ষত্র খসে গেছে কাউকে ভালবেসে
হয়ত, আমার জন্ম নেবার বহু বছর পূর্বে
আর, এখন শুধু চায় জানাতে, স্বগর্বে
প্রেম পীরিতের ষোলো আনাতে
না যদি থাকে মেশানো খাদ
মৃত্যুর পরেও মেটেনা স্বাদ।