ময়না তদন্ত
অরুণ কারফা
একটা ময়না পুষে ছিলাম ময়লা মনের কোণে
চেষ্টা করেছিলাম যাতে কথা বলে আমার সাথে
শেখে ভাষা শুনে।
বিচ্ছিরি ভাষায় গালাগাল দেওয়া
শুরু করায় অবশেষে
গৃহ শিক্ষক রাখলাম নিজের জন্যে।
কিছুদিন পর শিক্ষকমশাই ছেড়ে দিলেন
তাঁরই ভাষা নষ্ট হওয়ায় আমার ভাষার শ্লেষে
গড় করে চরণে।
অনেক অনুরোধ উপরোধের শেষে
ময়নাটাকে তাঁর কুটিরে
রেখে এসে দূরে
এখন আমি সপ্তাহ অন্তে যাই অশেষ ক্লেশে
ঠিক করতে আমার ভাষা
সেই পাখিটার বচনে।