পরিবেশ দূষণ
অরুণ কারফা
দুঃখের ভাঁড় উপচে পড়লে নদীর কাছে যাই
ডুব দিয়ে তার মিষ্টি জলে নোনা কান্না লুকাই।
এর'ম করে নদী ভ' রে যেই না কানা উথলে পড়ে
আকাশ পানে চা'ই
সূর্য এসে রোদের বেশে
নিয়ে গেলে মেঘের দেশে আবার আশা পাই।
তবে, বুঝতে পারি না একটা বিষয়
মেঘেদেরও কেন হয় দুঃখ.......
যখন রুক্ষ নয়, চারদিক শ্যামল
প্রেমিকের ডাকে প্রেমিকা উতল
কী হয় যে স্বর্গ রাজ্যে
নিষ্ঠা হারিয়ে নৈসর্গিক কার্যে
ঘন ঘন তারা বিদ্যুৎ জ্বেলে অঝোর ধারায় অশ্রু ফেলে
পরিবেশকে প্রেমের করে দেয় বিকল
তবে কি তা সেই আমারই, কৃত কর্মের ফল!!!