নেতৃত্বের শূন্যতা
অরুণ কারফা
এটা বোধহয় অজানা নয়,
বরুন দেব না বসলে বেঁকে
বৃষ্টিও থামে না নিজের থেকে।
হাহাকার যখন নিত্য ব্যাপার
আর, কেউ নেই যার চিৎকার, একবার হলেও
স্বপ্ন ভাঙ্গে শাসন ব্যবস্থার
তখন তো সে ঘুমোবেই নাক ডেকে ।
আর, আগুন নয়
বাঁধন ছাড়া আশ্রুধারা
বইবে শোষিতের চোখে।