রাতের দর্শন
অরুণ কারফা
ঘুটঘুটে রাতের অমাবশ্যায়
প্রত্যক্ষ করতে তার রূপকে
একলা গেলাম তার ডেরায়;
কিন্তু, জোনাক জ্বলায় আলোর রবে
ফুটফুটে ভোরের আবির্ভাবে
নিঃশব্দে গেল সব চুলোয়
উল্লেখ্য ঘটনা তেমন না ঘটায়।
প্যাঁচা এসেছিল ঝিঁঝিঁর ডাকে
হাজার কাজের মাঝে ফাঁকে
আর এসেছিল চামচিকে
সময়ের কাঁটা ঘোরার বাঁকে,
কিন্তু, তাদের অদেখা চেহারা অধমের চোখে দিল না ধরা
তমসে লিপ্ত মিশমিশে রঙের অদৃশ্য আলোয় চতুর্দিকে কালোয় ভরায়।
আর, রজনীগন্ধার পেলেও ঘ্রাণ
চাক্ষুষ করতে পারলাম না তাকে
রাত্রির যতক্ষণ না হল অবসান ।
সুতরাং, বলতে গেলে সেই অর্থে
রাতের বেলায় তার দুনিয়ায়
কী ঘটে সবার আড়ালে
অন্ধকারের অমোঘ জালে
পেলাম না তার কোনোই প্রমাণ
সংবেদনশীল অন্তর্দৃষ্টির অভাব ঘটায়। ।