ভুলের মাশুল
অরুণ কারফা

ভুল করে তার মাশুল দিতে, ক্ষমা চেয়ে লিখে রাখতে
চেয়েছিলাম আঁচর কেটে চিহ্ন দাগতে মনের খাতায়,
কে জানতো ইতিপূর্বে দৃষ্টির আদান প্রদান পর্বে
            ঘুরিয়ে দিয়ে জীবনের মোড়
            রাত্রির শেষে এসে ভোর
ডেকেছিল প্রেমের বন্যা চোখের পাতায়!