শোষণ যন্ত্রের জমি তৈরি
অরুণ কারফা
অকল্পনীয় উচ্ছ্বাসে ভরা
অকৃপণ হস্তে সস্নেহে গড়া
বিবেককে আমার শত্রুদের প্রহার থেকে কী করে বাঁচাই এবার?
কিংবা , গলা ছেড়ে বাইরে গিয়ে চিৎকার করে বলি এ নিয়ে,
----অন্যায়ের নেই কেন প্রতিকার---
এসবের নেই উপায় আর ,
নিজেই করেছি তার সংহার।
চাইনা এর'ম দেখতে দিন
যখন,আমার বকেয়া ঋণ,
আর, কৃতকর্মের শোষণ তন্ত্র ব্যবহার করে
নিষ্পেষণ যন্ত্র
কৃতজ্ঞ চিত্তে ফিরিয়ে দিচ্ছে সুদে আসলে আমায় আবার।
তাই, প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সন্তর্পনে
মেপে মেপে দেখে সমানে
যাতে কোনো ভাবেই না,
যুক্তির পথ বন্ধক রেখে কুমির ডাকি খাল কেটে
আর, নিজের সঙ্গে সমাজের অঙ্গে শৃংখল বাঁধি দিয়ে কাঁটা তার। ।