জীবনের ধ্রুবতারা
অরুণ কারফা
প্রশ্ন করেছিলাম ধ্রুবতারাকে
কার দেখানো দিশা দেখে,
মহাকাশে
নিশায় ঢেকে
লুকিয়ে থেকে ছদ্মবেশে
থাকলেও ঘোরার স্বাধীনতা,
উজ্জ্বল হয়ে থাকতে চায় স্থির হয়ে নভ'র গায়ে পথিকদের হয়ে মিতা;
হয়ত , নাবিকদের পথ দেখাতে
নয়ত , প্রেমীদের অভয় দিতে
' সত্যের জয় হবেই, হয়
হলেও বা, বিলম্বে তা।'
সেটা কি শুধুই সবার মনে অমর হয়ে থাকার জন্যে একটু খানি সৎ প্রচেষ্টা
নাকি, নশ্বর এই শূন্যের বুকে
ভাস্বর হয়ে থাকার সুখে, নক্ষত্রদের কেউ কেটা।