পরিবর্তনের শরিক
অরুণ কারফা

বিপদ কি আর বলে আসে
এই তো সেদিন কৃষ্ণাকাশে
ঝড় উঠতে তাণ্ডব তুলে ভোগ করতে দুচোখ খুলে
দেখছিলাম যখন সহস্র সহস্র উন্মোচিত হতে রহস্য
হঠাৎ বিজলীর চমক শুনে
মনে মনে প্রমাদ গুনে
                                তারই আলোয় ভালোয় ভালোয় ফিরে এসে নিজের বাসায়
                                বুঝতে পারলাম, ঝড়ের না শরিক হলে দুনিয়ায় সব বদলে গেলে
দরজা জানালা বন্ধ রেখে
হারালাম জীবনের সর্বস্ব।