মা বাবা
অরুণ কারফা

আমি চেয়েছিলাম অনাড়ম্বর ভাবে নিখোঁজ হয়ে অচিনপুরে হারিয়ে যেতে
জানতাম তাতে
দু'ধরণের মানুষ ব্যস্ত হবে খুঁজে পেতে।

এক, যারা রঙীন কাগজের গোলাপ দিয়ে তার বদলে সুগন্ধ নিয়ে
রঙ বেরঙের মেকি দুনিয়ায় ঘুরে বেড়ায় ঢাক পিটিয়ে
হু হু করে গায়ে ফু়ঁ দিয়ে।

আর, যাদের না থাকলেও স্বার্থ দিবারাত্র
লতার মত
জড়িয়ে থাকে অনবরত
ক্লান্তি এলে প্রশান্তি দিতে।

কিন্তু ভাবিনি, আছে এখনও
এই জগতেই এমন জনও,
যারা ক্ষমতা থাকতে অকৃপণ হাতে দিয়েছিল ঘন ঠাণ্ডা ছায়া
আর, হলেও এখন গত-যৌবন
কাটাতে পারে না নিবিড় মায়া।

তাই তারা নিজেদের , এগিয়ে আসতে দেখেও চিতে
জল্পনা বা কল্পনা নয় বাস্তবের পরিপ্রেক্ষিতে
এখনও চায় দেখে  যেতে
তাদের জ্বালানো দীপের সলতে
আলো দিচ্ছে জ্বলে জগতে । ।