পরনির্ভরতা
অরুণ কারফা

বলতে পারি বেশ নির্ভয়ে
ভয়কে আমি করেছি জয়
                   কারণ, আমার এই নিরাপদ আশ্রয়
                  ঐ টুকু দেয় সহজে অভয়।

                           তাই, ঝড় উঠলে হয় না ভয়,,,,,
অনেক গাছের টুটলেও ডাল
অনেক বাসার উড়লেও চাল
      তাতে আমার ভাবনা কী,
আমার হবে না ক্ষতি ও ক্ষয়
        ..... তবুও শঙ্কার অবকাশ রয়।

বন্যা এলেও নেই সংশয়
নিচু জমিতেই জল জমা হয়,
      উঁচুতে থেকে তবু যে কেন
         কিছু চিন্তার হয় উদয় :
         সেখানে যাদের বসত বাড়ি
তাদের হাতের কারিগরি
         বানিয়েছে এমন দালান বাড়ি
জানি ভাঙ্গবে না তাড়াতাড়ি...
                  কিন্তু, তাদের সাহায্য ছাড়া
ঘরের কাজ যে অচল রয়। ।