ইশারা
অরুণ কারফা
সেদিন ওঠেনি মেঘ
ঢেকে দিতে তারা,
অমায় আকাশ ফুঁড়ে ঝর্ণার মত ঘুরে
নিঃশব্দে করুণ সুরে অথবা গর্জন করে
ঝরেনি একফোঁটাও
জ্যোছনার ফোয়ারা।
এই টুকু বললেই
হয়ে যেত সারা,
যদি না আঁধার চিড়ে
অশান্ত নদী তীরে
ছলছল কালো চোখে
তুলতুলে প্রশস্ত বুকে
লিখে দিত কেউ নাম
শুধু করে ইশারা।