জ্যোৎস্নার গয়না
অরুণ কারফা

সেদিন যে কেন,
আকাশটা যেন
দেখাচ্ছিল বট গাছের মত বিষন্ন,
দিয়েছিল তার ঝুরির বাহার মাটির পানে নীরবে নামিয়ে,
আর গুঁড়ি গুঁড়ি করে সেগুলো ধরে জ্যোৎস্নার আলো গড়িয়ে পড়ে ঝরছিল গলা গল করে  সমানে মাটির 'পরে চুঁইয়ে।

আহা! কত প্রেমী যে দেখে সে দৃশ্য
মনে করে অমূল্য রুপোলী শস্য
সারারাত কুড়লো উপভোগ করল জেগে একে অন্যের জন্যে আবেগে
কারুকার্য খচিত গহনা বানিয়ে অনন্য ।