ময়ূরপুচ্ছ
অরুণ কারফা
রজনীগন্ধায় দেয়নি সাড়া
অথচ ছিল আমার তাড়া
তাই, পাঠিয়েছিলাম সুগন্ধী গোলাপ গুচ্ছ
সে বলেছিলো প্রতিক্রিয়ায় চায়না এসব ভালবাসায়
যা চায় তা সহজলভ্য, হলেও মনে তুচ্ছ।
বলতে পারতাম রাগত স্বরে
তবু বললাম সোহাগ ভরে:
অন্ততপক্ষে আর যাই হোক মিষ্টি কথায় ভেজেনা চিড়ে
আর সাজেনা বিয়ের পিঁড়ে
পরিণয়ের সময় কাককেও পড়তে হয় ময়ূরপুচ্ছ।