হেমন্তের হাওয়া
অরুণ কারফা
কথা না দিয়েও এসেছে ফিরে,,,
যেখানে বাঁক নেয় নদীর মোড়
সকাল সন্ধ্যা রাত্রি ভোর
... কুল কুল করে বইতে বইতে শরতের দিনে সইতে সইতে.... কাশের দাপটে উপেক্ষিত হয়ে দাঁতে দাঁত চেপে অপেক্ষায় রয়ে...
হেমন্তের ডাকে অতি চুপিসারে হৃতসৌন্দর্য পুনরুদ্ধারে
এসেছে সে
মৃত সাম্রাজ্যের মত ভেঙে যাওয়া তীরে।
নিঃশব্দে নীরবে বইছে আবার সময়ের নেই কোনো তাড়া তার
.... নীলাকাশ তলে বইছে সদলে
হিমেল পরশ নিয়ে ধীরে ধীরে।
চতুর্দিকে মিথ্যে প্রতিশ্রুতি শুনতে শুনতে কমে গিয়ে গতি হঠাৎ গেল থমকে দাঁড়িয়ে
হয়ত একটু জিরিয়ে নিয়ে চাতকের মত বিবেকের বাণী পাতকির মত নিতে ঝালিয়ে
ধর্মকথা শাসকের কানে ঢালতে গেলে মানে মানে তাকে অতীতের কোলে বিদায় নিয়ে বাঁচতে হবে নিশ্চিত পালিয়ে
কণকণে শীতল বাতাস আনিয়ে
একথা সে বুঝবে অচিরে।