মোহানার পথে
অরুণ কারফা
আয়েশে বসে ঝর্ণার পাশে
আলাপ করতে চাইছিলাম তার রুমুর ঝুমুর ছন্দের সাথে,
বুড়আঙ্গুল দেখিয়ে সে
চলে গেল একগাল হেসে
,, এমন ভাবে
নৃত্য করে ,,
যেন চাইলেই পাওয়া যায় আমায়
যখন তখন জলের দরে ।
এরচে' ভালো দাঁড়কাকটা
সমানে ডাকছে
কা
কা
করে
না দিলেও সাড়া তাতে
ক্ষান্ত দেয়না প্রচেষ্টাতে।
আরো বেশি অবাক হলাম যা দেখতে পেয়ে......
ঝর্ণার জলে দৃষ্টি দিয়ে,
আকাশের মেঘ চাইলেও যেতে ঢেউ তুলে স্রোতের সাথে
ঝর্ণা তাকেও
নেয় না সাথে
রওনা দিতে মোহানার পথে।