একাসনে
অরুণ কারফা
চোখের আলোয় ক্লান্তি আসায়
,, দেখতে
দেখতে
নেমে,,
মনের আলোয় চা'ইলাম এবার
জিরিয়ে
নিয়ে
থেমে।।।।।।।।।।
কিন্তু , এত বেশি দেরী হল যে,
ভাল মন্দর জট পাকিয়ে
ভুলোমন তার সব গুলিয়ে
বিভ্রান্তি ঘটাচ্ছিল ক্রমে।,.।
নাকি পুরোটা ছিল বিবেককে ফাঁকি দিয়ে অবশ্যম্ভাবী লড়াইকে এড়িয়ে,
এগিয়ে যাওয়ার বড়াই:
যে সব সাধন আয়ত্ত করতে
পাতন করেছিলাম শরীর যৌবনে
অঢেল গুণের বদলে
করায়ত্ত করতে বিত্ত কবলে,
এখন সে গুলো দিয়ে জলাঞ্জলি, মনের 'পর পড়েছি ঠুলি
তাই, খেটে খাওয়া মানুষের ঘামের গন্ধে
বসতে পারি না আর তার সঙ্গে
মাটির উপর একাসনে,
তার ছোট্ট শিশুকে নিয়ে কোলে।