চাঁদের ওপিঠে
অরুণ কারফা
খুবই আক্ষেপ হয়:
যখন দেখি নবপ্রজন্ম বিস্মৃত হয়ে কর্তব্য কর্ম
থাকতে চায় চাঁদের তলায়
প্রেমীর কোলে সন্ধ্যা কালে গলায় গলায়
যেন, চাঁদের ওপিঠে দোলায় দুলে,
যেখানে বিরাজ করছে আলোর অভাবে অন্ধকার সগর্বে মাথা তুলে।
একটা ছোট্ট ব্যপার বোঝেনা তারা সেখানে বয় না স্নিগ্ধ বন্যা, রয়েছে খরা
হিম শীতল মরুর মত কান্না শুনে অবিরত ডাকলে কেউ, দেয়না সাড়া
আর, প্রাপ্য অধিকার পাওয়ার জন্যে ধর্ণা দিয়ে লাভ হয়না, বলেও কড়া।
তাই, এই সমাজেই বাঁচতে হলে
প্রেম পর্ব চুকিয়ে ফেলে, থাকতে হবে জোটবদ্ধ ভাবে
প্রতিবাদের আগুন জ্বেলে,
নইলে, চাঁদের ওপাশে মরুদ্যেশের মত
না থাকলেও মরীচিকার ক্ষত
অন্ধকারে তলিয়ে যাবে তার অতলে পথ ভুলে
শিকেয় তুলে বাঁচার শর্ত জড়িয়ে পড়ে মায়ার জালে।