পুরনো দিনের ব্যথা
অরুণ কারফা

স্বর্ণালী স্মৃতির পাতা থেকে কৃষ্ণাক্ষরে খাতায় লিখে
রেখে ছিলাম  কিছু কথা
যেমন, পদ্ম পাতায় পড়লে জল
           মুক্তোর মত টলমল
করে,
তেমনই তারা পরষ্পরে
প্রীতির দিনকে স্মরণ করে
                  খেলছিল জলকেলি ;
ঠিক যেমন, শরৎ কালে সাত সকালে
ভ্রমরের সাথে যুগলে
আকুল হয়ে আসরে গলে
আলিঙ্গনে মেতে ওঠে সদ্যোজাত কলি।

ফারাক ছিল কেবল একটাই,
কলির মাঝে থাকলেও শুধু দুঃখ হরণ করার মধু
কথা গুলোর জন্ম কালে থাকলেও সার্থকতা,
অল্প সংখ্যক উস্কে ছিল পুরনো দিনের ব্যথা।