কলাপাতায় নাম
অরুণ কারফা


কলা পাতায় নাম লিখে  
কতজনে যায় হামেশা চলে....
                      হৃদ যন্ত্রের অতল গভীরে কম্পন আর স্পন্দন তুলে,,,
কিন্তু ক'জন তাদের আবার
                         হঠাৎ দিয়ে ডুব সাঁতার  উঠে এলে দিঘীর পাড়ে
                     স্মৃতির ভাঁজে খাঁজে খাঁজে
                     ঝিঁঝিঁ পোকার গানের তালে
ঝোপে ঝাড়ে জোনাক জ্বলে ।

আলেয়ায় না গেলেও চেনা
বুঝতে অসুবিধা হয় না
                        বেশ কয়েকটা বসন্ত কাল
সেই সময় এদের বিনা
হলেও হয়ত হতে পারত কদম্ব ছাড়া বর্ষা কাল
                   অথবা শরতের আকাশ
                              ভেলার মত মেঘহীনা।

আর , তাই
কাছেই ডাকলেও কোকিল ডালে
আসত না তা বন্ধ কানে,
                 লাউয়ের ডগা উঠলেও চালে
                 হরষ জাগাতো না প্রাণে,
আর , সর্বোপরি
ধরি ধরি করেও সুর, ধরতে পারত না বাউল গানে।