সন্তান সন্ততি
অরুণ কারফা
কোনো পথের শেষে অন্য পথ এসে
বাধ্য হয়ে যখন
অনিচ্ছায় মেশে,
তখন বোঝা যায়
মানুষ কত অসহায় ;
সঙ্গী ধরে নিয়ম করে
সবাই রাখে ভরে ভরে,
পূর্ণতা আনতে শূন্য খাঁচায়।
যারটা সোনার - নেই অনুযোগ তার ,
কারুর আবার কঠিন লোহার, দরজা নেই খুলে বের হবার।
এ সব সত্ত্বেও আবার,
কালের শেষে এক নিমেষে, শেষ হয়ে যায় সব রকম ক্লান্তি ,
যখন গোধূলি লগনে এসে
দেখে মিষ্টি হেসে
ভরসা জাগিয়ে বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে পাশে
চির আপন সন্তান সন্ততি।