পূজার্পন
অরুণ কারফা
হে পুরোহিত,
তোমার কেন এত কঠিন মন
এ কোন ধরণের পূজার্পণ?
করেও প্রতিষ্ঠা প্রাণ মূর্তিতে
দৃষ্টি দান করলেও তাতে
মৃতদেহকে রেখে নিষ্প্রাণ
অন্ধকে দাও ভিন্ন বিধান ।
কেন এত কঠোর তাদের প্রতি
সমাজের তলে যারা পতিত
ওদিকে গদগদ স্বরে গোধূলির পরে মূর্তির সামনে কর আরতি বিলক্ষণ,
কে জানে হয়ত অনবরত যাদের আছে ভুরি ভুরি
তাদের চাতুরীর কাছে করে মাথা নত
তোমার হয়েছে এ গতি জাদুকরের মত।