ন্যাজ টানলে মাথা আসে
অরুণ কারফা
চিনতে পারিনি তাকে বলেছিল যে, শেষ অবধি থাকবে পাশে
শেষ পর্যন্ত হাঁটবে সাথে
ঝড় ঝঞ্ঝা এলেও পথে বিচ্ছিন্ন হবেনা তাতে
কঠোর দুখে দাঁড়িয়ে রুখে
লড়াই করেও হাসি মুখে
বদলাবে না মত না মিললে অভিমতে।
মনে হয়েছিল আপাত দৃষ্টিতে শেষোক্ত কথাতে
-অশান্ত হয়ে মন না পেয়ে কুল সারাক্ষণ -
তাহলে আর কী হবে অপোক্ত নীড় বেঁধে
খাল কেটে কুমির ডেকে সেধে
তার চেয়ে বরং বাছব এমন জন
যে নাড়বে ন্যাজ প্রতিটা পদে পদে।
তাই এখন আছি যার সাথে শেষে
সময়ে অসময়ে যে কেউ এসে অসৎ উদ্দেশ্যে
এমন জোরে টানে ন্যাজ ধরে
যে তার মাথা আসে কিয়ৎ ক্ষণে।